দূষিত বায়ুর দিক থেকে ‘ঢাকা’ বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে তৃতীয়
সোমবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (এ কিউআই) এ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দিক থেকে ঢাকা বিশ্বের বৃহত্তম শহর গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। যদিও রবিবার ঢাকাসহ সারাদেশে তুমুল বৃষ্টিপাত হয়ে অনেক জায়গা প্লাবিত হয়েছে।
সোমবার সকাল ০৯.৩১ টা নাগাদ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৮৩ ছিল বলে ইউএনবি জানিয়েছে। একিউআই স্কোর১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
এদিকে, নেপালের কাঠমান্ডু এবং মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে ৩৩১ এবং ১৯১ স্কোর নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করেছে।
উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সেসম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাও জানায়।