ঢাকায় ঝড়ো হাওয়া, ৬ বিভাগে কালবৈশাখীর আভাস

0

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, চট্টগ্রাম বরিশাল বিভাগের জেলা গুলোয় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ঢাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।

রোববার ( এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূবার্ভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরউত্তরপূর্ব দিকে অগ্রসর দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দুএক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং রাঙামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতথাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com