সপ্তাহে ৭১ শতাংশ মৃত্যু ও ৬৬ শতাংশ শনাক্ত রোগী বেড়েছে
এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু, নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত এবং সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। এপিডেমিওলজিক্যাল ১২তম সপ্তাহের (২১ মার্চ থেকে ২৭ মার্চ) সঙ্গে এপিডেমিওলজিক্যাল ১৩ম সপ্তাহের (২৭ মার্চথেকে ৩ এপ্রিল) তুলনা মূলক বিশ্লেষণে দেখা গেছে, বিগত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মৃত্যু ৭১ দশমিক ১৪ শতাংশ, নমুনা পরীক্ষা ৪ দশমিক শূন্য ৮শতাংশ, শনাক্ত ৬৬ দশমিক ৫৪ শতাংশ এবং সুস্থ রোগীর সংখ্যা ২০ দশমিক শূন্য ছয় শতাংশ বেড়েছে।
শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।