বিএসটিআই’র মোবাইল কোর্ট: ৪ কোটি টাকার নকল কসমেটিকস ধ্বংস

0

নামিদামি ব্র্যান্ডের প্রায় ৪ কোটি টাকার নকল কসমেটিকস ধ্বংস করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা ডাম্পিং জোনে এসব পণ্য ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে- জনসন অ্যান্ড জনসন লোশন ও ক্রিম, প্যারাসুট নারিকেল তেল, কুমারিকা নারিকেল তেল ও হেয়ার অয়েল, জনসন অলিভ অয়েল, আমলা হেয়ার অয়েল, রিংগার্ড, বেটনোভেট ক্রিম, ইচ গার্ড, সিসা হেয়ার অয়েল এবং মুভ ক্রিম।

এছাড়া বিভিন্ন ফ্লেভার ও পারফিউম সামগ্রীও রয়েছে। এর আগে সোমবার গভীর রাতে চকবাজার এবং কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এ কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৪২নং মৌলভীবাজারস্থ নকল কসমেটিকস কোম্পানির মালিক মো. রবিন, বাবা মো. আবদুস সোবাহানকে এক লাখ টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ট্রাক নকল কসমেটিকস জব্দ করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com