আসাম থেকে অনুপ্রবেশ নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ-ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এটি আতঙ্কের বিষয় নয়। বাংলাদেশের নাগরিক ছাড়া কাউকে দেশে ঢুকতে দেব না। যারা আসছে তারা বাংলাদেশের নাগরিক হলে আমরা গ্রহণ করতে পারি। নইলে কোনোক্রমে গ্রহণ করব না।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশে আসতে চাচ্ছে, তারা বাঙালি কিনা নিশ্চিত নই। তারা চেষ্টা করেছে, কিন্তু বিজিবি তাদের প্রবেশ করতে দেয়নি। আগেও তারা ২৫-৫০ জন করে পুশ-ইন করার চেষ্টা করেছে। রোহিঙ্গা যারা ভারতে বিভিন্নভাবে ঢুকে গিয়েছিল, তারা আসতে চাইছিল। কিন্তু সুনিশ্চিত না হয়ে কাউকে দেশে ঢুকতে দেব না। আমাদের দেশের সুনিশ্চিত নাগরিক হলে, কীভাবে গ্রহণ করব সেটি আমরা দেখব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com