দুবাই হাসপাতালে সিরাজুল আলম খান

0

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দুবাই হাসপাতালে ভর্তি হয়েছেন ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান। 

রবিবার নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয় এবং সেখান থেকে সিসিইউতে নেয়া হয়। সোমবার সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে। সিরাজুল আলম খানের কয়েকজন নিকটআত্মীয় হাসপাতালে তার সাথে দেখা করেছেন এবং খোঁজ-খবর রাখছেন।

এছাড়া সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস খানও ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারটায় সিরাজুল আলম খান বিমানে অসুস্থ হয়ে পড়লে এমিরাটস এয়ার কর্তৃপক্ষ তাকে হসপিটালাইজড করেন। তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। 

উল্লেখ্য, সিরাজুল আলম খান গত ৩১ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য নিউইয়র্ক যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com