ফখরুলসহ ১৪ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা
আদালতের আদেশ অমান্যের অভিযোগে বিএনপির ১৪ নেতার নামে মামলা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমান।
গতকাল রোববার ঢাকার চতুর্থ জজ আদালতে এ মামলা করেন তিনি।
মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
সোমবার বিকেলে মামলার নোটিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আসলে তা গ্রহণ করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।
ছাত্রদলের কাউন্সিলের একদিন আগে আমানউল্লাহ আমানের এক মামলায় কাউন্সিলের ওপর সাময়িক স্থগিতাদেশ দেন ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত।