সালাউদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি সোহেল-বাশারের

0

বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনাকে ‘সরকারের অপকর্মের ধারাবাহিকতা’ বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বুধবার সংগঠনটির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এমন মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, ‘সারাদেশের মানুষ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনে জর্জরিত। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা দিন দিন প্রকট আকার ধারণ করছে। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও অপরাধী হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতিসঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

নেতৃত্বদয় বলেন, ‘দেশে আইনের শাসন ও স্বাধীন বিচারব্যবস্থা না থাকার ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্তমান সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোনো স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সালাউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারান্তরীণের ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’

সোহেল-বাশার বলেন, ‘আমরা অবিলম্বে সালাউদ্দিন আহমেদের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com