পুলিশের ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি

0

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদে ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃতদের মধ্যে দু’জন ডিআইজি ও ২৯ জন অতিরিক্ত ডিআইজি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

বদলি কর্মকর্তাদের তালিকা: 
কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টারের মো. আব্দুল কুদ্দুস আমিনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টারে, ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলমকে তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক তানভীর হায়দার চৌধুরীকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মো. মনির হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মো. মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, সিলেট রেঞ্জের ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে ডিআইজির কার্যালয় অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগমকে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এর অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মো. মজিদ আলীকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শফিকুল ইসলামকে নৌ-পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ মহাপরিদর্শক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মো. বরকতুল্লাহ খানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীমকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ মহাপরিদর্শক, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. শামছুল আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশ ইউনিটের মো. নজরুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জামিল হাসানকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের সানা শামীনুর রহমানকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. আতিকুর রহমানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শকের মো. মাসুদুর রহমানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, বিশেষ শাখা (এসবি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শকের মো. ওয়ালিদ হোসেনকে রংপুর রেঞ্জে ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ করিমকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, রংপুর কমান্ড্যান্টের রেঞ্জ রিজার্ভের (আরআরএফ) মো. মেহেদুল করিমকে রংপুর মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, বিশেষ শাখা (এসবি) মো. গিয়াস উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম জেলা রেলওয়ের পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে রাজধানীর পুলিশ একাডেমী সারদার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ও রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মোহাম্মদ এনামুল হককে বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com