সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আমীরের শোক

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান সোমবার মাগরিবের ইমামতি করতে মসজিদে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রয়েছেন।

মাওলানা মিজানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

এক শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মিজানুর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মসজিদের ইমাম হিসেবে ইসলামের অনেক খেদমত করে গিয়েছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো: তাসনীম আলম গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা মিজানুর রহমান ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহপাক তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com