আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলো বিএনপি
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তার কবর জিয়ারত করা হয়।
রোববার সকাল ১০টা ১০ মিনিটে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে করব জিয়ারত করে ফাতেহা সূরাহ পাঠ করেছেন।
এসময় বিএনপি মহাসচিবের সাথে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুস কদ্দুস, দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকী, উত্তর যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর, ওলামা দলের আহবায়ক হাফেজ শাহ্ মোহাম্মদ নেসারুল হক
এর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।