আমরা শোষিত নয় শাসক ছিলাম: মুফতি ফয়জুল করীম

0

মুসলিম শাসকরা যখন রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় বিন্যস্ত করছিল। মুসলিম সেনাপতিরা দেশের পর দেশ বিজয় করছিল। তখন এই সাম্রাজ্যবাদী পশ্চিমাদের জন্মও হয়নি। আমরা যখন স্পেনে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলাম। তখন শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা শিখতে তারা আমাদের কাছে আসত। আমরা তাদের শাসক ছিলাম। তাদের দ্বারা শোষিত ছিলাম না।

গতকাল শনিবার রাজধানীর বাড্ডাস্থ সিরাজ কনভেনশন সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলন’২১– এ প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন।

মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও রাষ্ট্র ক্ষমতাহীন মুসলমানদের করুণ পরিণতির কথা উল্লেখ করে পশ্চিমাদের চাপিয়ে দেয়া শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করেন তিনি।

এছাড়াও দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নগর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলনা গাজী আতাউর রহমান।

নগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় ওই সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, নগর আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক অ্যাডভোকেট শওকত আলী হায়দার।

নগর উত্তরের ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আরমান হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু হানীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম বিন জামশেদ, অর্থ-সম্পাদক মুহাম্মাদ ইউসুফ সিরাজী, দফতর সম্পাদক এম মাইদুল হাসান সিয়াম কওমি মাদরাসা বিষয়ক, সম্পাদক কাওছার হোসাইন, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক, মুহাম্মাদ ইমাম হোসাইন হাজারী, কলেজ বিষয়ক সম্পাদক কাজী মঞ্জুরে এলাহী রুহিন, স্কুল বিষয়ক সম্পাদক এইচ এম মাহমুদ হাসানসহ নগর, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রধান অতিথি শায়েখে চরমোনাই তার বক্তব্য শেষে ২০২১ সেশনের নগর কমিটি ঘোষণা করেন। ঘোষিত নগর কমিটির সভাপতি মুহাম্মাদ আরমান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ কাউসার হুসাইন, সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদ।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com