মধ্যপ্রাচ্যে উড়লো মার্কিন বোমারু বিমান, হুমকির নিন্দা ইরানের
মধ্যপ্রাচ্যে আবারও বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রবিবার জানিয়েছে, প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে উপস্থিতির টহল দিয়েছে এসব বিমান। তবে মেয়াদ পূর্ণের শেষ সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বলে নিরাপত্তা বিশ্লেষকদের হুঁশিয়ারির মধ্যে টহল দিয়েছে এসব বোমারু বিমান। এদিকে মার্কিন বিমানের টহলের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, হুমকিমূলক কৌশল প্রয়োগের বদলে যুক্তরাষ্ট্রের উচিত সামরিক বাজেট আমেরিকানদের স্বাস্থ্যসেবায় ব্যয় করা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত নভেম্বরে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরেজাদেহ খুন হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। ওই হত্যাকাণ্ডের জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই মুহূর্তে কোনও সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য পররাষ্ট্র নীতিকে জটিল করে ফেলতে পারে। আগামী বুধবার শপথ নেওয়ার পর তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলোর সবই ইরানকে প্রতিহত করার উদ্দেশ্যেই নকশা করা হয়েছে। তবে প্রকাশ্যে মার্কিন সামরিক বাহিনীর দাবি উস্কানি ছাড়াই তেহরানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার নির্দেশনা তারা পায়নি।
রবিবার বি-৫২ বোমারু বিমান উড়াল দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এর নিন্দা জানিয়ে বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য যদি তেহরানকে হুমকি দেওয়া হয়, তাহলে শত শত কোটি ডলারের সামরিক ব্যয় করদাতাদের স্বাস্থ্য রক্ষায় ব্যয় করা যুক্তরাষ্ট্রের জন্য বেশি ভালো হবে। এক টুইট বার্তায় জারিফ বলেন, ‘বিগত দুইশ’ বছরের মধ্যে আমরা কোনও যুদ্ধ শুরু করিনি, আগ্রাসনকারীদের নিষ্পেশনে আমরা কুণ্ঠিত হবো না।’
মধ্যপ্রাচ্যে উড়ালে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো পারমাণবিক বোমাসহ ৩২ হাজার কেজি অস্ত্র বহন করেতে সক্ষম। গত কয়েক সপ্তাহের এনিয়ে পঞ্চমবারের মতো বি-৫২ বোমারু বিমানের উড়াল পরিচালনা করলো যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, বিমানকর্মীরা রবিবারের উড়াল সফলতার সঙ্গে সম্পন্ন করেছে।
অবশ্য গত কয়েক দিনে ইরানও বেশ কয়েকবার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। সম্প্রতি দেশটির রেভ্যুলুশনারি গার্ড দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে।