মমতা পুরোপুরি বাংলাদেশি হয়ে গেছেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুকলা। রোববার তিনি মমতার সমালোচনা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন বলে খবর দিয়েছে অনলাইন এএনআই। তিনি বলেছেন, দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন মমতা। স্বরূপ শুকলা বলেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন মমতা। তার ভাষায়- মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি বাংলাদেশি হয়ে গেছেন। তিনি বাংলাদেশের ইসলামপন্থি সন্ত্রাসীদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। এর মধ্য দিয়ে তিনি দেশের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি বাংলাদেশে এসে আশ্রয় নেয়ার জন্য প্রস্তুত থাকবেন।
উল্লেখ্য, এ বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শিডিউল রয়েছে। এতে রয়েছে মোট ২৯৪ টি আসন। এবার এসব আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে শক্তির লড়াই করতে হবে বিজেপির সঙ্গে। এরই মধ্যে এ রাজ্যে বিজেপি তার অবস্থান শক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় অনেক নেতাই দৃষ্টি দিয়েছেন এ রাজ্যের দিকে। তারা নানা ইস্যুতে ঘায়েল করার চেষ্টা করছেন মমতাকে। দৃশ্যত এরই মধ্যে অনেকটা অবস্থান পাকা করেছে বিজেপি। এখন দেখার বিষয় আগামী বিধানসভা নির্বাচনে কে কতখানি জনপ্রিয়তার প্রমাণ দিতে পারেন।