ঘন ঘন কটন বাড ব্যবহারে হারাতে পারেন শ্রবণশক্তি

0

কান চুলকালে বা কানের ময়লা পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করেন অনেকে। অনেকে আবার কোনো কারণ ছাড়াই শুধু স্বভাবের দোষে প্রায়ই কানে কটন বাড ব্যবহার করেন। কানের ভেতর কটন বাডের নড়াচড়ায় আরাম হয় ঠিকই, কিন্তু আপনি জানেন কটন বাড ব্যবহার করে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন!

কটন বাড ব্যবহারে ক্ষতি

ক) চিকিৎসকরা বলছেন, কটন বাড ব্যবহার করলে কানের মারাত্মক ক্ষতি হতে পারে। কানে যন্ত্রণা, কান ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি শোনার ক্ষমতাও কমে যেতে পারে।[১] ময়মনসিংহে ব্রিফকেসে নারীর মরদেহ ≣ [১] ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে : ওবায়দুল কাদের ≣ এক সপ্তাহের ব্যবধানে অ্যান্টার্কটিকার তাপমাত্রা বাড়লো ৩ ডিগ্রি, সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড

খ) কটন বাড ব্যবহারের ফলে কানের ভেতরের ময়লা আরও বেশি ভেতরে ঢুকে যায়। কানের পর্দার আরও কাছে পৌঁছে যায় ময়লা! কানের মধ্যে থেকে ময়লা বেরোনোর পরিবর্তে ভেতরেই থেকে যায় বেশি।

গ) কটন বাড প্রতিনিয়ত ব্যবহার করলে কানের গহ্বরে ধাক্কা লাগে। বারবার ধাক্কা লেগে রক্ত বের হতে পারে।

ঘ) কানের মধ্যে অনেক সূক্ষ্ম শিরা ও অস্থি থাকে। কটন বাডের আঘাতে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শোনার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন কেউ।

ঙ) অনেক সময় বাডের তুলা কানের ভেতরে থেকে যায়। সেই তুলা থেকে কানে ইনফেকশন হতে পারে, শুনতে সমস্যা হতে পারে।

চ) কটন বাড ব্যবহার করলে কানে ব্যাকটেরিয়া ঢুকতে পারে, ধীরে ধীরে ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন দেখা দেবে কানে। তাই কটন বাডের ব্যবহার সাময়িক আরাম দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনাই প্রবল!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com