কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা: জড়িত ১৭ ডাকাতের গ্রেফতার ৮
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তার নাম মো. নাসির (৩৪)।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. নাসির (৩৪) নামে আরও একজনকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার নাসিরকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রেফতার ডাকাতদের কাছ থেকে ৫টি দেশে তৈরি বন্দুক, বিভিন্ন ধরনের ১৪ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।