“কিল দা কোল্ড” প্রোগ্রাম এর মাধ্যমে শীতবস্ত্র বিতরণ

0

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন এ টি এম কে ফাউন্ডেশন এর “কিল দা কোল্ড” প্রোগ্রাম। আব্দুল হামিদ খান সুমেদ:-

গত ০৯ই জানুয়ারী রোজ শনিবার দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন এ টি এম কে ফাউন্ডেশন তাদের “কিল দা কোল্ড” প্রোগ্রাম এর মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করে।

উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি এম কে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা তাহসিন এম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব সহ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

বক্তব্যে জনাব তাহসিন এম খান বলেন,  দেশ আমাদের কে কি দিয়েছে এটা না ভেবে দেশ কে আমরা কি দিয়েছি সেটা ভাবা উচিৎ।  দেশের অগ্রগতির জন্যে সেচ্ছা সেবার গুরুত্ব সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত হিলেন সর্বজনাব আক্তার হোসেন, সুলতান সুমন, আব্দুল গফফার সুমন, সৈয়দ মুতাকাব্বের ফাহাদ, ইমন বিন কয়সর হুসাইন খান, নাইম খান শাহজাহান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com