তুরস্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের দুই কর্মকর্তার হাটহাজারী মাদরাসা পরিদর্শন

0

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা। রোববার সকাল ১০টার দিকে তারা মাদরাসা পরিদর্শন করেন।

মাদরাসা পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন দ্বিয়ানত ফাউন্ডেশনের শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ।

এ সময় দ্বিয়ানত কর্মকর্তারা দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের অভ্যর্থনা জানান মাদরাসার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এছাড়াও অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার শাহ আজহারী। অভ্যর্থনা শেষে দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেখ ওয়াসি কায়া হেফাজতে আমীরকে তুরস্কের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে অবিহিত করেন।

পরে দ্বিয়ানত কর্মকর্তারা মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর বুখারীর ক্লাসে বসে দারস উপভোগ করেন।

এ সময় শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

হেফাজতের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা মাদরাসার শিক্ষকমণ্ডলী ও মজলিসে ইদারীর প্রধান মুফতী আব্দুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ, মাওলানা শোয়াইব, মুফতী জসীম উদ্দিন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা ওমর কাসেমী, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নুরুল আবছার আযহারী, মাওলানা মুহাম্মদ, মাওলানা শফিউল আলমের সাথে সম্মিলিত মতবিনিময় সভায় যোগদেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com