২০২০ সালে দেশে ২ হাজার কোটি ডলার রেমিট্যান্স এসেছে

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও দেশের বাইরে থাকা বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন। এতে দেশে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।

২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ২০১৯ সালের তুলনায় ১৮ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৩২ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিশ্বে করোনার সংক্রমণ শুরু হলে বাংলাদেশে মার্চ ও এপ্রিলে প্রবাসী আয় কমে যায়। তবে এরপরই বড় উল্লম্ফন শুরু হয়। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com