চুলের রুক্ষতা দূর করার ঘরোয়া উপায়

0

আপনি কী রুক্ষ চুলের সমস্যায় ভুগছেন? শীতের সময়ে হাত-পা ফাটার পাশাপাশি রুক্ষ চুলের সমস্যায় দেখা দেয়।  এ সময়ে ত্বক ও চুলের নিতে হয় বাড়তি যত্ন। 

কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঘরোয়া উপায়ে নিতে পারেন চুলের যত্ন। 

আসুন জেনে নেই কী করবেন-

আপেল সাইডার ভিনেগার ও মধু

একটা পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে এক চা চামচ আপেল সাইডার ভিনেগার ভালো করে মিশিয়ে তার মধ্যে 
দু’চামচ মধু দিয়ে পুনরায় ভালো করে মিশিয়ে মিশ্রণটি রেখে দিন। গোসলের সময় শ্যাম্পু করার পর মিশ্রণটি ভালো করে পুরো চুলে লাগিয়ে তিন থেকে চার মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
 
অ্যালোভেরা, দই ও সিসেমি অয়েল

একটি পাত্রে তিন চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ দই এবং একই পরিমাণ সিসেমি অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনারের মত করে চুলে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এতে চুলের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি চুল ফিরে পাবে তার হারানো সৌন্দরয। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com