আমি জাতীয়তাবাদীর চেয়ে বেশি খালেদাবাদী
ডালিয়া লাকুরিয়া: আমি জাতীয়তাবাদীর চেয়ে বেশি খালেদাবাদী,। কারণ আমার একটা বিশ্বাস গেঁথে গেছে খালেদা জিয়া যেটা করেন, ভাবেন সেটাই জাতীয়তাবাদ, প্রমাণ পেয়েছি তাই এই বিশ্বাসটা গেঁথে গেছে,। বাবা মা ছাড়া যেমন একটা পরিপূর্ণ পরিবার হয় না, খালেদা জিয়া ছাড়াও বাংলাদেশ পরিপূর্ণ না,। খালেদা জিয়া যেদিন থাকবেন না দেশের মানচিত্র সেদিন আবছা হয়ে আসবে, কোমায় চলে যাবে বাংলাদেশ,। খালেদা জিয়ার জন্য খালেদা জিয়াকে আমাদের মাঝে না পাই, বাংলাদেশের জন্য খালেদা জিয়াকে আমাদের মাঝে খুব খুব বেশিই প্রয়োজন,।