জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারলো বিসিবি একাদশ
স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে বড় ব্যবধানে হারালো জিম্বাবুয়ে। বুধবার (১১ সেপ্টেম্বর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭ উইকেটের জয় পায় তারা। বিসিবি একাদশের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ দশমিক ২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
সফরকারীদের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন ব্রেন্ডন টেইলর। ২৩ বলে ৩১ রান করে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। ২৮ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন মারুমা।
বিসিবি একাদশের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন আফিফ হোসেন।
এর আগে, বিসিবি একাদশ টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩০ রান করে সাব্বির রহমান। ২৬ বলে ২৬ রান করে মুশফিকুর রহিম। ওপেনার মোহাম্মদ নাঈম ১৪ বলে ২৩ রান আর সাইফ হাসান ১৯ বলে ২১ রান করেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে শন উইলিয়ামস ৩টি ও মাদজিভা ২টি করে উইকেট শিকার করেন।
আগামী ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
ফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।
বিসিবি একাদশ- ১৪২/৭ (২০ ওভার)
(সাইফ হাসান ২১; মোহাম্মদ নাঈম ২৩; সাব্বির রহমান ৩০; মুশফিকুর রহিম ২৬; আফিফ হোসেন ১০; ইয়াসির আলী ৬; মোহাম্মদ সাইফউদ্দিন ৭; আরিফুল হক ৯; ইয়াসিন আরাফাত ২। শন উইলিয়ামস ৩/১৮; কাইল জারভিস ১/১৭; টেন্ডাই সাতারা ১/৩১; মাদজিভা ২/৩৫; বার্ল ০/১৭; মুতোমবোদজি ০/৪; ইমইয়োঙ্গা ০/২০)।
জিম্বাবুয়ে: ১৪৪/৩ (১৭.২ ওভার)
(ব্রেন্ডন টেইলর ৫৭; হ্যামিলটন মাসাকাদজা ৩১; ক্রেইগ আরভিন ৪; শন উইলিয়ামস ২; মারুমা ৪৬। মোহাম্মদ সাইফউদ্দিন ০/২০; ইয়াসিন আরাফাত ০/২২; আফিফ হোসেন ০/১৯; আরিফুল হক ০/১৪; আমিনুল ইসলাম ০/৩৭; শফিকুল ইসলাম ০/৩১)।