এলপিএল চ্যাম্পিয়ন পেরেরা-মালিকদের জাফনা

0

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়নস। বুধবার ফাইনাল ম্যাচে গল গ্ল্যাডিয়েটরসকে ৫৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে থিসারা পেরেরা, শোয়েব মালিকদের জাফনা। ফেবারিট দল হিসেবেই ফাইনাল ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেছে তারা।

ম্যাচে আগে ব্যাট করে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জাফনা। যেখানে কোনও ফিফটি না থাকলেও শোয়েব মালিক করেন ৪৬, ঝড় তুলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন থিসারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি গল গ্ল্যাডিয়েটর, ৫৩ রানের জয় পেয়েছে জাফনা।

১৮৯ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় গল। স্কোরবোর্ডে মাত্র ৭ রান উঠতেই সাজঘরে ফিরে যান হযরতউল্লাহ জাজাই (২ বলে ০), দানুশকা গুনাথিলাকা (২ বলে ১) ও আহসান আলি (৬ বলে ৬)। চার নম্বরে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নেন অধিনায়ক ভানুকা রাজাপাকশে। এতে ফলও পায় গল।

কিন্তু বেশিক্ষণ চালিয়ে নিতে পারেননি ভানুকা। শেহান জয়াসুরিয়ার সঙ্গে ৪০ বলে ৫৫ রানের জুটি দলীয় ৬২ রানের সময় সাজঘরে ফেরেন তিনি, খেলেন ৩ চার ও ৪ ছয়ের মারে ১৭ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস। শেহান আউট হন ২৫ বলে ১৫ রান করে। এরপর আর মূলত কিছুই বাকি ছিল না গলের ইনিংসে।

তবু শেষ চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। মারমুখী ব্যাটিংয়ে ১ চার ও ৪ ছয়ের ১৭ বলে ৩৬ রান করেন তিনি। এতে অবশ্য শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে। শেষপর্যন্ত গোলের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৩৫ রানে। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে অষ্টম উইকেট হারালেও, অলআউট হয়নি তারা।

জাফনার পক্ষে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন শোয়েব মালিক ও উসমান শিনওয়ারি। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা, সুরঙ্গা লাকমল, ভানিন্দু হাসারাঙ্গা ও ডুয়াইন অলিভারের ঝুলিতে গেছে ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় জাফনা। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৪ ওভারেই আসে ৪৪ রান। জনসন চার্লস ১৫ বলে ২৬ ও আভিশকা ফার্নান্দো করেন ২৩ বলে ২৭ রান। তিন নম্বরে নামা চারিথ আসালাঙ্কা আউট হন ৯ বলে ১০ রান।

চতুর্থ উইকেট জুটিতে ৪৩ বলে ৬৯ রান যোগ করেন শোয়েব মালিক ও ধনঞ্জয় ডি সিলভা। ধনঞ্জয় ২০ বলে ৩৩ ও মালিক আউট হন ৩৫ বলে ৪৬ রান করে। এরপর দলকে ১৮৮ রান পর্যন্ত নিয়ে যান থিসারা পেরেরা। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছয়ের মারে ১৪ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস।

ব্যাট হাতে ৪৬ রানের পর বল হাতে ২ উইকেট নিয়ে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন শোয়েব মালিক। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ভানিন্দু হাসারাঙ্গা। বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ব্যাট হাতেও ১৬০ স্ট্রাইকরেটে করেছেন ১২৭ রান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com