লন্ডনের চিকিৎসকরা বললে যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

0

কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে চিকিৎসকরা বললে বেগম জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ।

ডা. জাহিদ বলেন, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এয়ার অ্যাম্বুলেন্সে ৬ জন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি আরও জানান, যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম জিয়া। সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন, তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তাহলে সেখানে যাবেন, অন্যথায় নয়। আর সুস্থ হয়ে ফেরার পথে ওমরাহ করার ইচ্ছা আছে বেগম জিয়ার।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দেয় মেডিকেল বোর্ড।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com