গায়ের জোরের আ লীগ সরকার ইতিহাসকে পাল্টিয়ে দিতে চায়: খন্দকার মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মানে যে যে ক্ষেত্রে আওয়ামী লীগ ও তাদের নেতারা ব্যর্থ হয়েছে বিএনপি ও আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সে সে ক্ষেত্রে সফল। এজন্যই আজকে এই গায়ের জোরের সরকার ইতিহাসকে পাল্টিয়ে দিতে চায়।’

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘ আওয়ামী লীগ ইতিহাসকে পাল্টিয়ে দিতে চায় কারণ তারা জানেন, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানলে সেখানে দলটি লজ্জ্বায় ছাড়া কিছু পাবে না। আওয়ামী লীগের কোনো বক্তব্য থাকবে না। তাই তারা(আওয়ামী লীগ) জোর করে আজকে ইতিহাসের পাতা থেকে সত্যকে মিথ্যা দিয়ে, ন্যায়কে অন্যায় দিয়ে ঢেকে দিয়ে ইতিহাসকে বিকৃত করছে।’ এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে অবশ্যই বিএনপিকেই দায়িত্ব নিতে হবে’ উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com