শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারালো পেরু
স্পোর্টস ডেস্ক:
চলতি বছর কোপা আমেরিকার ফাইনালে ৩-১ গোলে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো ব্রাজিল। এরপর এই প্রথম মুখোমুখি হলো দুই দেশ। এবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে পরাজিত করে সেই কোপার ফাইনালে হারের প্রতিশোধ নিলো পেরুভিয়ান ফুটবলাররা।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৮৫ মিনিটে পেরুর জয়সূচক গোলটি করেছেন লুইস আবরাম।
আগের ম্যাচ থেকে শুরুর একাদশে ৪টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল কোচ তিতে। নেইমার, দানি আলভেজ, থিয়াগো সিলভা ও আর্থারের জায়গায় সুযোগ পান ডেভিড নেরেস, এডার মিলিতাও, অ্যালান ও ফগনার।
প্রথমার্ধে দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ২৩ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের ভলি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তার আরেকটি শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন।
ব্রাজিলের অ্যালান তার প্রথম আন্তর্জাতিক গোল পেতে পারতেন। কিন্তু পেরুর গোলরক্ষক পেদ্রোর কল্যাণে তা সম্ভব হয়নি।
দ্বিতীয়ার্ধে নেইমারকে বদলি হিসেবে নামিয়েছেন তিতে। পিএসজির তারকা ফরোয়ার্ডও গোল এনে দিতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিলো ম্যাচ। তবে, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ফ্রি-কিক থেকে আসা বল হেডে গোল করেন আবরাম। পেরুর হয়ে ১৭ ম্যাচ খেলার পর এটাই তার প্রথম গোল। আর সেই গোলই দারুণ এক জয় পেলো পেরু।