নিউজিল্যান্ডের জাদুঘরে ইসলামী ইতিহাস, ঐতিহ্য প্রদর্শনী
সম্পতি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকলার সঙ্গে অমুসলিমদের পরিচিত করতে নিউজিল্যান্ডের ক্যান্টারবুরি জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা রকম সামগ্রি প্রদর্শনীতে তুলে ধরা হয়।
জাদুঘরের পরিচালক অ্যান্টনি রাইট বলেন, মুসলিমদের ব্যক্তিজীবনে মসজিদের অপরিসীম প্রভাব নিয়ে প্রদর্শনীতে আলোকপাত করা হবে। মসজিদে এসে মুসলিমরা একে অপরের সঙ্গে সাক্ষাত করেন এবং খোঁজ-খবর নেন। নিজেদের মধ্যে পারষ্পরিক আলোচনা ও আচার-অনুষ্ঠান পালন করেন।
অ্যান্টনি রাইট আর বলেন, ইসলাম ধর্মের নানা অনুষঙ্গের চিত্র তুলে ধরা হবে। ১৭ শতকের কাশ্মীরে তৈরি কারুকার্জ খচিত আল কুরআন প্রদর্শনীতে থাকবে। ভারতবর্ষের অনন্য স্থাপত্যনিদর্শন কুওয়াতুল ইসলাম মসজিদের প্রতিকৃতিসহ মুসলিম সভ্যতার নানান কারুশিল্প থাকবে প্রদর্শনীতে।
এছাড়াও ক্রাইস্টচার্চ মসজিদ হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন পরিহিত হিজাবও প্রদর্শনীতে থাকবে বলে জানা যায়।