গেল মাসে নারী, শিশুসহ ৪১৩ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইল

0

গত একমাসে ফিলিস্তিনের পশ্চিমতীরে অনুপ্রবেশ করে ৪১৩ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এরমধ্যে জেরুজালেম থেকে ধরে নিয়ে গেছে সবচেয়ে বেশি ১৫৭ ফিলিস্তিনিকে। আটকৃতদের মধ্যে ৪৯ শিশু এবং ৭ জন নারী রয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) ফিলিস্তিনের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ডিটেইনিস এবং এক্স ডিটেইনিস কমিশন, প্যালেস্টানিয়ান প্রিজনার সোসাইটি, আদামির প্রিজনার্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং ওদি হিলওয়ে ইনফরমেশন সেন্টারসহ বেসরকারি সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের কারাগারে ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দি আছে। তাদের মধ্যে ৪১ জন নারী, ১৭০ জন শিশু রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com