মার্কিন চাপ সত্ত্বেও নিরপেক্ষ থাকুন: আইএইএ-কে ইরান
মার্কিন চাপ উপেক্ষা করে নিরপেক্ষ থাকার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন এ সংস্থায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী। সম্প্রতি, তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে আইএইএ’র ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা।
ইরান ও ভেনিজুয়েলা বিষয়ক মার্কিন বিশেষ দূত ইলিয়ট আব্রামস তিনদিন আগে ইহুদিবাদী নিউজ সিন্ডেকেটকে বলেছেন, আইএইএ’র ওপর চাপ সৃষ্টির জন্য ইউরোপের সঙ্গে বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আমেরিকার সমন্বয় বাড়ানো প্রয়োজন।
এ বক্তব্যের পর গরিবাবাদী গতকাল (শুক্রবার) তার টুইটার একাউন্টে দেয়া পোস্টে আইএইএ’র প্রতি ওই আহ্বান জানান। গরিবাবাদী তার পোস্টে ২০১৯ সালে আইএইএ’র একটি বিবৃতি তুলে ধরেন যাতে ইরানের ওপর চাপ সৃষ্টি করলে তার ক্ষতিকর ফল কী হবে তা নিয়ে বক্তব্য দেয়া হয়েছিল।
ইরানি প্রতিনিধি আরো বলেন, “আইএইএ-কে স্বাধীন, পেশাদার ও পক্ষপাতমুক্ত থাকতে হবে। যে কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আমাদের সবাইকে চাপ সৃষ্টির এই দাবি প্রত্যাখ্যান করতে হবে।”