ইমরান খানের সরকার থেকে মুক্তির সময় এসেছে: মরিয়ম নওয়াজ

0

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সহ-সভাপতি মরিয়ম নওয়াজ শরিফ লাহোরের নাগরিকদের বিরোধী দলের ১১-দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) আসন্ন সমাবেশে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে সরকার পতনের দিন ঘনিয়ে আসছে এবং সকলে তার পতনের দিন গুণতে শুরু করেছে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

মরিয়ম নওয়াজ শরিফ বলেন, ইমরান খানের সরকার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। সরকারকে এবার মুক্তি দিন। এই সরকারকে আর দেশ চালানোর অনুমতি দেওয়া যাবে না। তাদের থামার সময় এসেছে।

আগামী ১৩ ডিসেম্বর লাহোরে ১১টি দলের একটি জোট সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্যও এসময় আহ্বান জানান মরিয়ম নওয়াজ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com