বুলবুলের কবলে পড়েছিলেন পাপন

0

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে গৃহবন্দি হয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ। এতে দুই দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন। পাওয়া গেছে হতাহতেরও খবর। সেই ঘূর্ণিঝড়ে আটকা পড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

আজ রবিবার নাগপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ। দুই দলের জন্য এটি সিরিজ নির্ধারণী ম্যাচ। কারণ একটি করে ম্যাচ জিতেছে দুই দলই। 

জানা গেছে, এই ম্যাচে দলকে পাশে থেকে সমর্থন দিতে দেশ ছেড়ে ভারত যান বিসিবি সভাপতি। তবে কলকাতায় পৌঁছে আটকা পড়েন তিনি। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কলকাতায় বিমান ওঠানামা বন্ধ হওয়ায় তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হয়। পরবর্তীতে কলকাতা পেরিয়ে ওইদিন নাগপুরে যেতে পারেননি। কলকাতায় রাত কাটানোর পর আজ রবিবার সকালে নাগপুরের পথে রওয়ানা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com