সবধরনের ক্যান্সার নিরাময়ে উপযোগী ভাইরাস উদ্ভাবন
ক্যান্সার নিরাময়ে কাউপক্স-স্টাইল ভাইরাস উদ্ভাবন করেছেন গবেষকরা। এই চিকিৎসার নাম দেয়া হয়েছে ‘সিএফ ৩৩’ যা সব ধরনের ক্যান্সার কোষকে নির্মূলে সক্ষম এবং ইঁদুরের শরীরে হওয়া টিউমার প্রতিরোধ করতে পারে।
মার্কিন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ইউমান ফং এ চিকিৎসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। অস্ট্রেলিয়ার বায়োটেক কোম্পানি ইমুজিন এ চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবন করেছে। আগামী বছরের মধ্যে এ চিকিৎসা স্তন ক্যান্সারের রোগীদের ওপর প্রয়োগ করা হবে বলে আশা করছেন গবেষকরা। অধ্যাপক ফং এখন অস্ট্রেলিয়াতে এ চিকিৎসা ব্যবস্থার ক্লিনিকাল পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কাজ করছেন। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, মেলানোমা, লাং ক্যান্সার, ব্লাডার, গ্যাস্ট্রিক ও অন্ত্রের ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে এ পরীক্ষা চালানো হবে।
তবে ইঁদুরের ওপর পরীক্ষা সফল হওয়ার মানে এই নয় যে সেটি মানুষের ক্ষেত্রে সফল হবে। তবে অধ্যাপক ফং এ বিষয়ে ইতিবাচক। কারণ একই উপায়ে উদ্ভাবনকৃত অন্যান্য ভাইরাসও মানুষের ক্যান্সার নিরাময়ে সফল হয়েছে।