দৈতাকৃতির বোলার পেল পাকিস্তান
আরেকজন দৈতাকৃতির বোলার পেল পাকিস্তান। তার নাম মোহাম্মদ মুদাস্সর। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ক্রিকেটার পাক পেসার মোহাম্মদ ইরফান। তার উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি,যা মুদাস্সরের চেয়ে ৩ ইঞ্চি কম। অর্থাৎ নিউ সেনসেশন ৭ ফুট ৪ ইঞ্চি লম্বা।
গায়ে-গতরে ইরফানের কাছাকাছি হলেও বোলিংয়ে মৌলিক পার্থক্য রয়েছে মুদাস্সরের। তিনি মূলত স্পিনার। অফস্পিনটা দারুণ করেন ২১ বছরের তরুণ।
মুদাস্সরের পেশাদার ক্রিকেটে অভিষেকও হয়ে যেতে পারে। আগামী পাকিস্তান সুপার লিগে (পিএসএল)তার খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এ দানব খেলোয়াড়।
কালান্দার্সের প্লেয়ার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে আসেন মুদাস্সর। গেল ৬ নভেম্বর মূল দলে যোগ দিয়েছেন তিনি।
ক্রিকেট ক্যারিয়ার ও উচ্চতা সম্পর্কে মুদাস্সর জানান, পিএসএলে খেলার পর পাকিস্তান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চান তিনি।
উদীয়মান এ ক্রিকেটার বলেন, প্রতিদিনের রুটিনে জুতা বাছাই করাটা আমার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে এ উচ্চতা আমার ক্রিকেট ক্যারিয়ারে বাজে প্রভাব ফেলবে না বলে মনে করি।