ভূমিকম্পের শিকার তুরস্কের সাথে সংহতি জানিয়ে ফিলিস্তিনীদের শোক র্যালী

0

গত শুক্রবার তুরস্কের আজিয়ান অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ৫৮ জন নিহত হওয়ার পর তুরস্কের সাথে সংহতি জানাতে কয়েক হাজার ফিলিস্তিনী গাজা উপত্যকায় একটি শোক র্যালী ও সমাবেশ করেছে।

রবিবার (১ নভেম্বর) গাজা উপত্যকায় দির আল-বালাহ পৌরসভা কর্তৃপক্ষ এ র্যালীর আয়োজন করে।

র্যালীতে অংশগ্রহণকারীদের হাতে তুরস্কের পতাকা ও রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগানের ছবি শোভা পায়।

দির আল-বালাহের মেয়র দিয়াব এল-লৌ বলেন, এই সমাবেশটি ভূমিকম্পের পরে তুর্কি জনগণের সাথে ভালবাসা এবং সংহতির একটি প্রদর্শনী।

তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনের জনগণ আজ তুরস্কের জনগণকে এটা জানাতে এখানে উপস্থিত হয়েছি যে আমরা তাদের পাশে আছি।

উল্লেখ্য, গত শুক্রবার তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৫৮ জন নিহত ও ৮৯৬ জন আহত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com