আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি-এগুয়েরো

0

চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও আছেন ম্যান সিটি তারকা সার্জিও এগুয়েরো। দুজনেই কোপা আমেরিকার-২০১৯ এর পর থেকে দলের বাইরে ছিলেন।​

গোলরক্ষক: অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ এবং এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার: হুয়ান ফোয়েথ, রেঞ্জো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, মার্কোস রোহো, ওয়ালতার কানেমান, নিকোলাস তাগলিয়াফিকো, নেহুয়ান পেরেজ, গুইদো রদ্রিগেস।

মিডফিল্ডার: জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো প্যারেদেস, নিকোলাস ডোমিঙ্গুয়েস, রদ্রিগো দি পল, মার্কোস অ্যাকুনা, রবার্তো পেরেইরা, লুকাস ওকাম্পোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গঞ্জালেস, লুকাস অ্যালারিও, লাওতারো মার্তিনেস, পাওলো দিবালা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com