এবার ঢামেক হাসপাতাল থেকে পালালো আসামি

0

এবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পুলিশ পাহারায় রাব্বী (১৯) নামে এক আসামির পালিয়ে গেছেন। ওই আসামি চলতি মাসের ২৯ তারিখ সবুজবাগ থানা পুলিশ প্রহরায় ঢামেক হাসপাতালে ভর্তি হয়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

ওসি মাহবুব আলম জানান, বাসাবো ওয়াব কলোনি এলাকায় একটি মারামারির মামলার আসামি হলেন রাব্বী। মারামারিতে আহত হয়েছিলেন তিনি। এ কারণে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সবুজবাগ থানা থেকে দুইজন পুলিশ প্রহরাযর ছিলেন। ঢামেক হাসপাতালের ১০২ ওয়ার্ডে ২৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন আসামি রাব্বী।  

তিনি আরও জানান, ঘটনার সময় আসামির ভাই শাওন সঙ্গে ছিলেন। বাথরুমে যাওয়ার কথা বলে শাওনের কাঁধে ভর করে আসামি হাসপাতাল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

দায়িত্বরত দুই পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে গেছেন বলে যোগ করেন ওই কর্মকর্তা।

চলতি মাসের শুরুর দিকে কাশিমপুর কারাগার থেকে এক আসামি পালিয়ে যায়। এছাড়া কয়েকদিন আগে মিটফোর্ড হাসপাতাল থেকে এক আসামি পালিয়ে গেলেও ১০ ঘন্টা পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com