ক্রিকেটাররা চাইলে বিকালেই আলোচনায় বসবে বিসিবি

0

দেশের ক্রিকেটে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় যেকোনো সময় ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয়েছে বিসিবির। তামিম আমাদের জানিয়েছে ক্রিকেটারদের বা সতীর্থদের সঙ্গে কথা বলে জানাবে। তারা যখন জানাবে তখন বসব, যদ্দুর জানি তারা বিকেলে বসবে। যেখানেই বসতে বলবে আমরা রাজি।’

এর আগে গতকাল দুপুরে বিসিবির সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কেউ ফোন ধরছেন না।

এর আগে সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সামনে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। দাবিগুলো একে একে পড়ে শোনান ১১ ক্রিকেটার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com