রাশিয়ার সহযোগিতায় খৃষ্টানদের জন্য আরেকটি আয়াসোফিয়া বানাবে মুসলমানদের খুনি আসাদ

0

সিরিয়ায় আয়াসোফিয়ার আদলে একটি বিশাল স্থাপনা নির্মিত হতে যাচ্ছে। এর জন্য সুন্নি মুসলমানদের খুনি বাশার আল আসাদকে সহযোগিতা করবে রাশিয়া।

প্রায় দেড় হাজার বছরের পুরোনো আয়াসোফিয়া যখন নানা ধরনের চড়াই-উতরাই পার করে সর্বশেষ তুর্কী প্রেসিডেন্টের প্রচেষ্টায় পুনরায় মসজিদে রূপান্তরিত হলো, তার ঠিক কিছুদিন পরেই সিরিয়া থেকে ঘোষণা আসল আরেকটি আয়াসোফিয়া নির্মাণের!

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ঘোষণা দেন।

মিডলইস্ট মনিটর এর তথ্যমতে, সিরিয় সরকার সিরিয়ার হামা প্রদেশের খৃষ্টান অধ্যুষিত আসসাউকিলাবিয়াহ শহরে আয়াসোফিয়ার আদলে একটি বিশালাকার স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে এবং এই নির্মাণ কাজে সিরিয় সরকারকে সহোযোগিতা করবে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র রাশিয়া।

সিরিয়ায় আয়াসোফিয়ায় নির্মাণের ধারণাটি আসে সিরিয় সরকারের সহযোগী এক যোদ্ধাগ্রুপের প্রধান নাইবিউল আব্দুল্লাহ থেকে। তিনিই এটির প্রথম ধারণা দেন।

হামা প্রদেশের গ্রীক অর্থোডক্স চার্চের বিশপ নিকোলাস বালবিকি আব্দুল্লাহর এই মতামতকে সমর্থন জানানোর পর তা রুশ বাহিনীর কাছে উত্থাপন করা হয়েছিল এবং তারাও এতে সমর্থন জানিয়েছিল।

বর্তমানে আয়াসোফিয়ার আদলে দ্বিতীয় আয়াসোফিয়া নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com