ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় সৌরভকে মমতার শুভেচ্ছা
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্স অফ কলকাতা ক্ষেত সৌরভ গাঙুলি। এবার তাকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
শুভেচ্ছা বার্তায় মমতা ব্যানার্জি বলেন, আমি আজ খুব আনন্দিত বোধ করছি। খেলায় অধিনায়ক হিসাবে একজন দক্ষ ব্যাটসম্যান এবং দলনেতা হিসাবে সৌরভ গাঙ্গুলি ভারতকে গর্বিত করেছিলেন। তিনি তার নতুন ইনিংস শুরু করেছিলেন এবং সর্বসম্মতিক্রমে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের গর্ব সৌরভ গাঙুলি কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
জানা গেছে, গতকাল সোমবার বিসিসিআইয়ের সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল, একাধিক প্রার্থী না থাকলে তিনিই হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিসিসিআই ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সময়ের অভিজ্ঞ প্রশাসক ব্রিজেস প্যাটেল। পরবর্তীতে তিনি সরে যান।