দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করুন: ইরানি বিচার বিভাগের প্রধান
দুর্নীতির সঙ্গে জড়িত যেসব ব্যক্তি দেশ ছেড়ে পালিয়েছে তাদের ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব ব্যক্তি যেখানেই পালিয়ে যাক না কেন তারা বিচারের হাত থেকে বাঁচতে পারবে না।
অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মুন্তাজেরি এবং বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক হরকারি আলী বাকেরিকে সুস্পষ্ট নির্দেশনা দেন।
ইরানের আর্থিক খাতে দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি দেশ থেকে পালিয়ে কানাডাসহ পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে বলে খবর বের হওয়ার পর ইবরাহিম রায়িসি এ কঠোর নির্দেশনা দিলেন।
সঙ্ঘবদ্ধ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর আন্তরিকতা নিয়েও ইবরাহিম রায়িসি প্রশ্ন তোলেন। তিনি বলেন, কিভাবে এ সমস্ত দেশ দুর্নীতিবাজদের আশ্রয় দিয়ে আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দাবি করে?