স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।
এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিবেদিত করেছিলেন। আর বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বিএনপি।