জেরুজালেম থেকে ২১ ফিলিস্তিনিকে আটক করল ইসরাইল

0

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে ২১ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ। রবিবার (৭ জুন) রাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, জেরুজালেমের পুরনো শহর এবং আত-তুর এলাকায় অভিযান চালিয়ে ওই ২১ ফিলিস্তিনিকে আটক করা হয়। তবে কি কারণে আটক করা হয়েছে এই বিষয়ে ইসরাইলি পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্য সংকটের মূলে রয়েছে এই জেরুজালেম শহর। ১৯৬৭ সালে ছয় দিন স্থায়ী আবর-ইসরায়েল যুদ্ধের পর জেরুজালেমকে দখল করে ইসরায়েল তা নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। 
তবে ইসরায়েলের এই দাবি আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি। তারপরও তারা প্রায়ই সেখানে হামলা চালিয়ে ফিলিস্তিনের আটক করে নিয়ে যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com