হাঁটু গেড়ে বসে ফ্লয়েডকে সম্মান জানাল ডেমোক্র্যাটরা
পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আমেরিকা। ফ্লয়েডকে যেভাবে হত্যা করা হয়েছে এবার সেমন ভঙ্গিমায় তার প্রতি সম্মান জানিয়েছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
পুলিশ ফ্লয়েডের গলায় যেভাবে হাঁটু চেপে ধরে দম বন্ধ করে হত্যা করেছিল সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সেভাবে হাঁটু গেড়ে বসে নীরবতা প্রকাশ করে তার প্রতি সম্মান জানায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাতে উপস্থিত নিলের হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিনার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা চাক শুমারসহ অনেকে।এদিকে, সোমবার হিউস্টনে ফ্লয়েডের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। দক্ষিণ হিউস্টনে থার্ড ওয়ার্ড যেখানে ফ্লয়েড বেড়ে উঠেছিলেন সেখানকার ফাউন্টেন অব প্রেইসে হয় ফ্লয়েডের শেষ কৃত্যের আনুষ্ঠানিকতা। দীর্ঘ লাইন ধরে ফ্লয়েডের সোনালি কফিনে ফুল দিয়ে সম্মান জানায় স্থানীয় বাসিন্দারা। কৃষ্ণাঙ্গ বীরকে ‘গুড বাই’ জানানোর দিনেও শোক সন্তপ্ত সমবেত মানুষদের কণ্ঠে ছিল প্রতিবাদের ভাষা।