ফিলিস্তিনি নেতা রামাজান আব্দুল্লাহর মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার শোক

0

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের সাবেক মহাসচিব রামাজান আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি আজ (সোমবার) এক বার্তায় ফিলিস্তিনিসহ সব মুজাহিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে লিখেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন তাদের অত্যন্ত বিশ্বস্ত ও মূল্যবান ভিত্তিকে হারিয়েছে। তবে আল্লাহর অশেষ রহমত ও সহযোগিতায় ফাতহি শাকাকি ও রামাজান আব্দুল্লাহর মতো মুজাহিদদের অনুসারীরা এই  শূন্যতা পুরণ করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, সংসদ স্পিকার বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসি আলাদাভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন।  

রামাজান আব্দুল্লাহ

কয়েক দিন আগে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সাবেক মহাসচিব রামাজান আব্দুল্লাহ শালাহ্‌ দীর্ঘদিন রোগভোগের পর ইন্তেকাল করেন। গাজা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রামাজান আব্দুল্লাহ শালাহ্‌ ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। তিনি ১৯৯৫ সাল থেকে এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাসচিব ফাতহি শাকাকি ইসরাইলি হামলায় শাহাদাতবরণ করার পর রমাজান আব্দুল্লাহ এই গুরুদায়িত্ব গ্রহণ করেন।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেয়ার কারণে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই’র মোস্ট ওয়ান্ডেট ব্যক্তিদের তালিকায় তার নাম ছিল।

রমাজান আব্দুল্লাহ ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিবের দায়িত্ব গ্রহণের আগে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত আমেরিকার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘মিডলইস্ট স্টাডি’ বিভাগের অধ্যাপক ছিলেন। মাতৃভাষা আরবির পাশাপাশি ইংরেজি ও হিব্রু ভাষায় অনর্গল কথা বলতেন এই ফিলিস্তিনি সংগ্রামী নেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com