ডেমোক্র্যাটের বাইডেনকে ভোট দেবেন রিপাবলিকান দলের কলিন পাওয়েল

0

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেবেন তিনি।

রিপাবলিকান কলিন পাওয়েল বলেন, আমি এ বছর কোনোভাবেই প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারি না।

সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে পাওয়েল বলেন, ‘আমি বাইডেনের সামাজিক এবং রাজনৈতিক মতকে সমর্থন করি। আর তার সঙ্গে গত ৩৫ বছর থেকে ৪০ বছর ধরে কাজ করছি’।

চার বছর আগে ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাটের হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছিলেন বলে জানান পাওয়েল। বাইডেন এক টুইটার বার্তায় এজন্য কলিন পাওয়েলকে ধন্যবাদ জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com