ভারতীয় বাহিনীর হাতে ৫ স্বাধীনতাকামী নিহত, কাশ্মিরে প্রবল বিক্ষোভ

0

ভারত-অধিকৃত কাশ্মিরের সোফিয়ানে সেনাবাহিনী অন্তত ৫ জন স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করেছে। রোববারের এই হত্যাকাণ্ডের পর ওই এলাকায় প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়েছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন যে কয়েকজন বিদ্রোহী লুকিয়ে আছে, এমন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দক্ষিণ সোফিয়ানের একটি গ্রাম ঘিরে ফেলে।

এরপর গুলিবিনিময়ের ফলে ৫ যোদ্ধা নিহত হয় বলে কালিয়া ও গ্রামবাসী এপিকে বলেন। সৈন্যরা বিস্ফোরক দিয়ে অন্তত একটি বাড়ি উড়িয়ে দেয়।

এরপরপরই শত শত অধিবাসী ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

গ্রামবাসীরা কাশ্মিরে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করে ও স্লোগান দেয়। তারা পুলিশ ও আধা সামরিক বাহিনীর সৈন্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবে পেলেট গান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

সংঘর্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে কাশ্মিরে ভারতের অভিযান জোরদার হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলতি বছরে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে ৭৩ জন বিদ্রোহী নিহত হয়েছে।

কেবল এপ্রিল মাসেই দু ডজনের বেশি বিদ্রোহী ও প্রায় এক ডজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। ২০১৯ সালের আগস্টের পর এ মাসেই এ ধরনের নিহত সর্বাধিক। ওই আগস্টে ভারত কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন মর্যাদা বাতিল করে দেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com