চতুর্থ ম্যাচে ওমানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

0

অনূর্ধ্ব ২১ টেস্ট হকি সিরিজের চতুর্থ ম্যাচে ওমানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এর ফলে পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের যুবাবা। 

গতকাল শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। যার ফলে দ্বিতীয় মিনিটেই মাহবুব হোসেনের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। এরপরে ১৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে কোন দলই গোলের দেখা পায়নি। তবে তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম আহত হয়ে মাঠ ছাড়লেও ৪০ ও ৪৩ মিনিটে  তার পরপর দুটি পেনাল্টি কর্ণার থেকে দুই গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। 

উল্লেখ্য, এ পর্যন্ত প্রতিটি ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় চতুর্থ ম্যাচেও অধিনায়ক পরিবর্তন করা হয়। এদিন অধিনায়কের দায়িত্ব পালন করেন সবুজ।

এদিকে বড় ব্যবধানে হারলে ৫৮ মিনিটে ওমানের হয়ে সান্তনাসূচক গোলটি করেন রাশেদ আল ফাজারি। 

আগামী মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com