সাকিব যেভাবে ভারত সফরের ‘টেনশন’ দূর করছেন

0

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় সাকিব আল হাসান বারবাডোজ ট্রাইডেন্টসে যোগ দিয়েছিলেন একটু দেরিতে। প্রায় দুই সপ্তাহের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) অভিযান শেষ হচ্ছে তাঁর আজ রাতে। বাংলাদেশ সময় রাত ৩টায় ত্রিনিদাদে গায়ানার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে সাকিবের দল বারবাডোজ।

সাকিব এবার সিপিএলকে নিয়েছিলেন ভারতের সফরের প্রস্তুতি হিসেবে। ভারতের বিপক্ষে শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিব মনে করেন, সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলায় আসন্ন সফরের প্রস্তুতি তাঁর ভালোভাবেই হয়েছে। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক কাল প্রথম আলোকে বলছিলেন, ‘ওখানে যেহেতু শুরুতেই টি-টোয়েন্টি খেলব, আমি মনে করি এই টুর্নামেন্ট (সিপিএল) আমার জন্য ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে। এখানে শেষ করে যেতে যেতে ১০-১৫ দিন সময় থাকবে। যে ফরম্যাটে এখানে খেলছি, এখান থেকে গিয়ে ভারত সফরে প্রথমে টি-টোয়েন্টিই খেলব, কাজেই আমার জন্য মানিয়ে নেওয়ার টেনশন থাকবে না।’

সিপিএল শেষ দিকে। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিজের পারফরম্যান্স নিয়ে কি খুশি সাকিব? ৫ ম্যাচে ১৯.২০ গড়ে করেছেন ৯৬ রান, ৭.৩৩ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। সাকিব নিজের পারফরম্যান্স বিশ্লেষণ করলেন এভাবে, ‘ব্যাটিং ভালো করতে পারছি। শুধু ইনিংস বড় করতে পারছি না, এটাই আফসোস। লম্বা ইনিংস খেলতে পারলে ভালো। শেষ চারের একটা ম্যাচে মনে হয় শুধু ভালো বোলিং করতে পারিনি। বেশি শিশির থাকলে আমার জন্য কঠিন হয়ে যায়। গায়ানার সঙ্গে কোয়ালিফায়ার্সে একটা ওভারে বেশি রান দেওয়ায় বোলিং ফিগার খারাপ হয়ে গেছে। বাকি সব ঠিক আছে। দল কেমন করছে সেটা গুরুত্বপূর্ণ। যদি অবদান বেশি রাখতে পারি অনেক ভালো লাগবে। না পারলেও চেষ্টা থাকবে যেন দল জেতে। সবখানে দলের জয়ই গুরুত্বপূর্ণ।’

সেপ্টেম্বরে দেশের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু করে এই সিপিএল—প্রায় এক মাস টানা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যস্ত সাকিব। ভারত সফর শুরু করবেন টি-টোয়েন্টি দিয়ে। এই সংস্করণে সাকিবের প্রস্তুতিতে ঘাটতি থাকার কথা নয়। কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও তো আছে। সেটির প্রস্তুতি তিনি নিচ্ছেন কীভাবে? তাঁর সতীর্থরা অবশ্য এই মুহূর্তে জাতীয় লিগ খেলছেন। কাল সাকিব জানালেন, সিপিএল শেষে দেশে পৌঁছাতে ১৬ অক্টোবর হয়ে যাবে। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শুরু ১৭ অক্টোবর। এই রাউন্ডের পর বাংলাদেশ দলের খেলোয়াড়েরা যোগ দেবেন ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে। সিপিএলের পর সাকিব কদিনের বিশ্রাম শেষে ক্রিকেটে ফিরবেন এই ক্যাম্প দিয়ে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ সাংবাদিকদের সাকিবের বিশ্রাম দেওয়ার কথাই বললেন, ‘সাকিবের এনওসির (অনাপত্তি পত্র) মেয়াদ ছিল কাল পর্যন্ত। ও আরেকটু বাড়িয়ে নিয়েছে (মেয়াদ)। যেহেতু ওর দল সিপিএলের ফাইনাল খেলছে। সেখান থেকে ফিরে তার বিশ্রামের ব্যাপার আছে। এটা কোচের ওপর নির্ভর করবে। কোচের পরিকল্পনা আমরা অনুসরণ করছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com