সরকারের সিদ্ধান্ত করোনা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ ও বিপর্যয়কর অবস্থায় ফেলবে : ডা. মুশতাক

0

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৫২৩ জন। এই সময়ে করোনায় মারা গেছেন ২৩ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে। মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী প্রথমবারের মতো শনাক্ত হওয়ার পরে দ্রুতগতিতে এই সংখ্যা বাড়ছে। দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ এবং বড় ধরনের ঝুকি। এই পরিস্থিতির মধ্যেই সরকার ৩০মের পরে আর সাধারণ ছুটি বাড়ানো হবে না এবং কিছু শর্তসাপেক্ষে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্তের ঘোষনা দিয়েছে।

সবকিছু ঢালাওভাবে খুলে দেয়ার সরকারি সিদ্ধান্ত যথাযথ ও সুবিবেচনাপ্রসূত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞসহ অনেক মানুষ ; অবশ্য এর ভিন্নমতও আছে । সরকারের পক্ষ থেকে মূলত দেশের অর্থনীতির কথা বলা হচ্ছে। সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন এর সাথে এসব বিষয়ে বিস্তারিত কথা বলেছেন সাংবাদিক আমীর খসরু। ডা. মুশতাক মনে করেন, সরকারের সিদ্ধান্ত করোনা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ ও বিপর্যয়কর অবস্থার দিকে নিয়ে যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com