মাশরাফির বাবা হাসপাতালে
শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা। এই মুহূর্তে তিনি যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।
মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বুকের ডান দিকে ব্যথা অনুভব করেন গোলাম মুর্তজা। দ্রুতই তাঁকে নেওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হলে নেওয়া হয় যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
যশোরে নেওয়ার পর গোলাম মুর্তজার অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। বাবার অসুস্থতার খবর মাশরাফি পেয়েছেন ঢাকাতে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক চেয়েছিলেন শুক্রবার রাতেই আকাশপথে যশোরের উদ্দেশে রওনা হতে। সেটি না হওয়ায় শনিবার সকালের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। গোলাম মুর্তজার পাশে এই মুহূর্তে আছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা, মামা নাহিদ ও পরিবারের অন্য সদস্যরা।